রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ নিতে হবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, জিনিসপত্রের দাম অতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন খুবই দুর্বিষহ হচ্ছে। দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আগামী ১১ জুন সংগঠনের সপ্তম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার জন্য গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা প্রমুখ। সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সব আলেম ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তির দাবি জানিয়ে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, নারী জাতি মায়ের জাতি, তারা সম্মানিত। কিন্ত কিছু মেয়ে ইদানীং অশ্লীল ও কুরুচিসম্পন্ন পোশাক পরিধান করে সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করার চেষ্টা করছে।

নরসিংদীর রেলস্টেশনে একজন নারী শালীন পোশাকের উপদেশ দেওয়ায় যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দুঃখজনক।

 কিন্তু পরবর্তীতে ওই নারীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া খুবই নিন্দনীয়। তিনি অবিলম্বে গ্রেফতার নারীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর