সোমবার, ৬ জুন, ২০২২ ০০:০০ টা

জননিরাপত্তায় অবদান রাখছে ৫৪ হাজার আনসার সদস্য

গাজীপুর প্রতিনিধি

জননিরাপত্তায় অবদান রাখছে ৫৪ হাজার আনসার সদস্য

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেছেন, বর্তমানে এ বাহিনীর প্রায় ৫৪ হাজার আনসার সদস্য জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপের সমাপনী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপে একাডেমির কমান্ড্যান্ট ও প্যারেড কমান্ডার উপ-পরিচালক মো. আমমার হোসেনকে সঙ্গে নিয়ে তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম ও এ কে এম জিয়াউল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মলয় বালা, ফায়ারিং-এ সেরা আকরাম হোসেন। সব মিলিয়ে চৌকশ প্রশিক্ষণার্থীর পুরস্কার পান হ্যামিলিন চাকমা। প্রশিক্ষণে ১ হাজার ৯১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সংঘবদ্ধ মার্চ পাস্টের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর