মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

নগদের মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার ভাতা বিতরণ আগামীকাল থেকে ফের শুরু হতে যাচ্ছে। ডাক বিভাগের  মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণ হবে এ অর্থ। এতে শিক্ষার্থীদের মধ্যে ৮৬৪ কোটি ২০ লাখ টাকা বিতরণ করা হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নগদকে অবহিত করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি। নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল বলেন, নগদের মাধ্যমে আগের মতোই প্রাথমিকের শিক্ষার্থীরা তাদের উপবৃত্তি ও ভাতা সহজে ঘরে বসেই পেয়ে যাবে।

তথ্যমতে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায়ের ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটস অ্যালাউন্স বাবদ ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা সুবিধাভোগীদের হিসাবে বিতরণ করা হয়নি চুক্তির মেয়াদ না থাকায়। সম্প্রতি এ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর