মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

সীতাকুন্ডের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ডের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে : রিজভী

সীতাকুন্ডের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এ আগুনের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর, সে সময় গ্যাসের দাম বাড়িয়ে সরকার দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটত না। মানুষ ঝলসে যাচ্ছে, পুড়ছে সে সময় সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। সেই বিখ্যাত প্রবাদ ‘রোম পুড়ছে আর বাঁশি বাজাচ্ছেন সম্রাট হিরো’। প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন আর গোটা জাতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিলে মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নায়েবা ইউসূফ, রুনা লায়লা, রুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর