মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

দোহারসহ তিন পৌরসভায় ভোট গ্রহণ ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহারসহ তিন পৌরসভায় ২৭ জুলাই ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, দোহার, জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পৌরসভা তিনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন, বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা তিনটির ভোট গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জানা যায়, ২০০০ সালে দোহার পৌরসভা গঠিত হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১০ ডিসেম্বর। পৌরসভাটির মেয়াদ শেষ হয়েছে ২০০৫ সালের ৯ ডিসেম্বর। কিন্তু সীমানাসংক্রান্ত জটিলতার কারণে একাধিকবার তফসিল ঘোষণা করেও এর আগে নির্বাচন সম্পন্ন করতে পারেনি কমিশন।

ইউপি ভোট নিয়ে আসছে অভিযোগ : নিজের ও নেতা-কর্মীদের জীবন বাঁচাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আনিছ উদ্দিন শাহীন। তাঁর প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেছেন তিনি। এই প্রার্থী সিইসির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে রক্তক্ষয়ী ও প্রাণনাশের এ নির্বাচন স্থগিত করার দাবিও জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর