বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা
সীতাকুন্ড ট্র্যাজেডি

আতঙ্ক নিয়েই বাড়ি ফিরছেন স্থানীয়রা

তিন দিনেও দায়ের হয়নি মামলা, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা : আইজিপি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আতঙ্ক নিয়েই বাড়ি ফিরছেন স্থানীয়রা

চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের তিন দিন পরও পুরোদমে নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে আগুন সীমিত হয়ে এলেও এখনো কাটেনি জনমনে আতঙ্ক। এরই মধ্যে আতঙ্ককে তোয়াক্কা না করে ঘরে ফিরতে শুরু করেছেন দুর্ঘটনার পরপর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ‘আগুন এখন সীমিত হয়ে এসেছে। অনেকটা নিয়ন্ত্রণে। আশপাশের প্রায় সব পুকুরের পানি শেষ হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে দূর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ চলছে। এখনো কিছু কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। এখন না জেনে যদি ফায়ার ফাইটিং করতে যাই, তাহলে কনটেইনারের ভিতরে দাহ্য বস্তু থাকলে আগুন বাড়তে পারে।’ সরেজমিনে গিয়ে দেখা যায়, সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ৭০ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও থেমে থেমে জ্বলছে আগুন। জ্বলতে থাকা কনটেইনারগুলো থেকে বের হচ্ছে ধোঁয়া। সেনা ও ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে চলেছেন কনটেইনারগুলোতে। কনটেইনারে থাকা রাসায়নিকের বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়ায় কাজের পরিধি অনেকটা সংকুচিত করা হয়েছে। গত দুই দিন নির্বাপণ কাজে ২৫টি ইউনিট কাজ করলেও গতকাল তা কমিয়ে দুইয়ে আনা হয়। সোনাইছড়ি ও আশপাশ এলাকার পুকুরের পানি শেষ হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে দূর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ চলছে। বিএম ডিপোর আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এলেও পরিবেশটা এখনো যুদ্ধবিধ্বস্ত এলাকার মতোই রয়েছে। এদিক-সেদিক ছিটানো রয়েছে লোহার পাত, রাসায়নিক রাখা প্লাস্টিক জারের ভাঙা টুকরা, ফায়ার সার্ভিসের কর্মীদের পোড়া হেলমেট, পোশাক। ডিপোর ভিতরে কনটেইনারের ধ্বংসস্তূপ থেকে তখনো বের হচ্ছিল ধোঁয়া। এলাকাজুড়ে রাসায়নিকের ঝাঁঝাল গন্ধ। ডিপোর আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। কেশবপুর এলাকার বাসিন্দা মো. হোসেন ভুট্ট বলেন, ‘ঘরবাড়ি ছেড়ে আর কয়দিন বাইরে থাকা যায়। একে তো ঘরের দরজা-জানালা নেই, তার ওপর চুরি হওয়ার শঙ্কা। তাই পরিবার-পরিজন নিয়ে ঘরে চলে এসেছি।’

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা- আইজিপি : সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রোগীদের দেখতে এসে আইপিজি এ কথা বলেন।

 তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে সিআইডিকে সব ধরনের আলামত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি সরকারিভাবে, আরেকটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দুই কমিটিতে সিআইডি থেকে বিশেষজ্ঞ দেওয়া হবে। তদন্ত রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিন দিন পরও দায়ের হয়নি মামলা : বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের পর তিন দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো দায়ের হয়নি কোনো মামলা। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কোনো কর্মকর্তাই মুখ খুলছেন না। সীতাকুন্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। তিনি বলেন, ‘সীতাকুন্ডে এত বড় প্রাণহানি ও পরিবেশ বিপর্যয়ের পরও কেন মামলা দায়ের হয়নি তা আমাকে বিস্মিত করেছে। অথচ দেশের অন্যান্য জায়গায় এ ধরনের ঘটনায় মামলা দায়ের এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হয়েছে দ্রুত। এ ক্ষেত্রে তা হয়নি।’

মামলা করতেও ডিএনএ পরীক্ষা করাতে হয়- খসরু : মামলা করতে ‘আওয়ামী লীগের রাজনীতি করে কি না’ তা ডিএনএ পরীক্ষা করে দেখতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সীতাকুন্ডের ঘটনায় দগ্ধদের চমেক হাসপাতালে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর।

ঘটনার তিন দিন পরও মামলা না হওয়া নিয়ে আমীর খসরু বলেন, মামলা করার আগে তাদের দেখতে হবে, এই মামলায় কোনো দলীয় লোক জড়িত আছে কি না। তারা আওয়ামী লীগের কি না ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে। তারপর মামলা-মোকদ্দমা সেইভাবে হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ৪৩ জন। আহত হয়েছেন তিন শতাধিক। আহতরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর