বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

আল রাজি কেমিক্যাল কারখানারও অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা দুর্বল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরিত হাইড্রোজেন পার-অক্সাইড যে কারখানায় উৎপাদিত হয়েছে সেই আল রাজি কেমিক্যাল কমপ্লেক্সেরই নেই ভালো মানের অগ্নিনির্বাপন ব্যবস্থা। তাই সামান্য ত্রুটিতেই বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গতকাল চট্টগ্রামের হাটহাজারীর ঠা াছড়িতে অবস্থিত কেমিক্যাল কারখানা পরিদর্শন করে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের একটি টিম। পরিদর্শন শেষে আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স নিয়ে ভয়ঙ্কর তথ্য জানান কারা।  আল রাজি কেমিক্যাল কারখানা সীতাকুন্ডের সোনাইছড়িতে অবস্থিত বিএম কনটেইনার ডিপোর সহযোগী প্রতিষ্ঠান। এ কেমিক্যাল কারখানায় উৎপাদিত হাইড্রোজেন পার-অক্সাইড বিএম কনটেইনার ডিপোতে মজুদ রাখা হতো। গতকাল সকালে আল রাজি কেমিক্যাল কারখানা পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের একটি দল। কারখানা পরিদর্শন শেষে হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মঙ্গলবার আমরা আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স পরিদর্শন করি। এ সময় দেখি কেমিক্যাল কারখানার জন্য যত উন্নতমানের ফায়ার ফাইটিং দরকার ছিল তার ন্যূনতমও নেই এ কারখানায়। সামান্য ত্রুটি হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’ এর আগে সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর সোমবার এবং মঙ্গলবার ঠা াছড়ি এলাকায় আল রাজি কেমিক্যাল কারখানায় গিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। এ সময় তারা সীতাকুন্ডের ঘটনা যথাযথ তদন্তের আগ পর্যন্ত কারখানায় হাইড্রোজেন পার-অক্সাইড উৎপাদন বন্ধ রাখার দাবি জানান। বিক্ষুব্ধ জনতার সঙ্গে ওই এলাকায় যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী।

তিনি জানান, ‘সীতাকুন্ডে র বিএম কনটেইনার ডিপোতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী হাইড্রোজেন পার-অক্সাইড হাটহাজারীতেই উৎপাদন হচ্ছে। সে ঘটনার পর জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা যদি সরকারি নীতিমালা মেনে যথাযথ নিরাপত্তার সঙ্গে হাইড্রোজেন পার-অক্সাইড তৈরি করে তাহলে আমাদের আপত্তি নেই। তবে যত দিন পর্যন্ত সীতাকু  বিএম কনটেইনার ডিপোর ঘটনায় তদন্ত শেষ না হবে তত দিন পর্যন্ত হাইড্রোজেন পার-অক্সাইড উৎপাদন ও ডেলিভারি বন্ধ রাখার জন্য আমরা কারখানা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেছি।’

জানা যায়, ২০১৯ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলীর পাহাড়ের পাদদেশে গড়ে ওঠে আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স। স্মার্ট গ্রুপের মালিকানাধীন এ কেমিক্যাল কারখানা সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর সহযোগী প্রতিষ্ঠান। এতে হাইড্রোজেন পার-অক্সাইড ছাড়াও পিভিসি পাইপ, পিভিসি ডোরসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি হয়। এ কারখানায় উৎপাদিত  কেমিক্যাল পাকিস্তান, ভারত, কলম্বিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প কারখানায়ও সরবরাহ হয় এ কেমিক্যাল কারখানায় উৎপাদিত হাইড্রোজেন পার-অক্সাইড।

আল রাজি কেমিক্যাল কমপ্লেক্সের ম্যানেজার প্রশাসন মোবিন হোসেন খান জানান, ‘সরকারি তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত হাটহাজারীর কারখানা থেকে হাইড্রোজেন পার-অক্সাইডের কোনো চালান বাইরে যাবে না।’

সর্বশেষ খবর