বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তৃতীয় দিনে দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে দরপতনে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে ৬ হাজার ৪৬৮ পয়েন্টে নেমেছে। মূল্যসূচক কমার পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ২২৮টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৯ কোটি ৮১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৭৪ কোটি ৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৩৪ কোটি ২৬ লাখ টাকা। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।

কোম্পানিটির ২৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক টাকা ৪০ পয়সা কমে ৪৩২ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা স্যালভো কেমিক্যালের ২৫ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৯টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর