বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে পুলিশ পেটানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জেলা পুলিশের কর্তব্যরত এক সদস্যকে মারপিটের অভিযোগ উঠেছে নাইম হাসান নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ। সোমবার দুপুরে রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ গেটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাইম হাসান বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। হামলার শিকার পুলিশ সদস্য আতিকুর রহমান রাজশাহী জেলা পুলিশে কর্মরত আছেন। পুলিশ জানায়, বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় ওই ছাত্রলীগ নেতার বাবার ভটভটিতে একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জেলা পুলিশের দলকে টহলরত দেখতে পান তিনি। তখন আতিকুর রহমান নামের এক পুলিশ সদস্যকে আকস্মিক কিল-ঘুষি ও লাথি মারেন নাইম। এতে ওই পুলিশ সদস্য মুখে ও মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় একজন উপ-পরিদর্শক বাদী হয়ে নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন। নাইমকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর