বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

ইভিএমের কারিগরি দিক যাচাইয়ে রাজনৈতিক দলগুলোকে ডাকছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ইভিএমের কারিগরি দিক যাচাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কারিগরি টিমকে ডাকছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। এ কর্মকর্তা জানান, ১৯ জুন থেকে এ বৈঠক শুরু হবে। শিগগির দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে ইসির পক্ষে সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠানো হবে। জাতীয় পার্টি ও আরও ১২টি দল থাকবে প্রথম বৈঠকে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে হবে দ্বাদশ সংসদ নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে যন্ত্রটি প্রদর্শন, পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি বিষয়ে প্রশ্নোত্তর, মত বিনিময়ের জন্য এ ব্যবস্থা নিচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। অংশীজনের সঙ্গে ইসির চলমান সংলাপে ইভিএম নিয়ে পক্ষ-বিপক্ষে মত এসেছে। বিশেষজ্ঞদের মতামতও নিয়েছে। কমিশনও বলছে, সবার মতামত পযালোচনা করেই ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির অতিরিক্ত সচিব জানান, নিবন্ধিত ৩৯টি দলকে ইভিএম যাছাইয়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ৫ জনের প্রতিনিধি ও কারিগরি টিম পাঠানোর জন্যে আমন্ত্রণ জানানো হচ্ছে। তিন দিন এ কারিগরি মতবিনিময় হবে। প্রতিদিন ১৩টি করে দলকে রাখা হবে। ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি দলের বৈঠক হবে। বিএনপিসহ ১৩টি দল এবং আওয়ামী লীগসহ বাকি ১৩টি দলের মতামত নেওয়া হবে দুই সভায়। পরবর্তী সভা হতে পারে ২১ জুন ও ২৬ জুন। এ কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনআইডি উইং, ইভিএম প্রকল্প পরিচালক, আইডিইএ প্রকল্প পরিচালক ও ইসির আইটি টিমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা থাকবে এ সভা।

সর্বশেষ খবর