শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

বরাদ্দ বাড়ছে বিচার বিভাগে

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিচার বিভাগের জন্যও বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯২৪ কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য ২৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া লেজিসলেটিভ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা। গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।

এদিকে গত ২০২১-২২ অর্থ বছরে আইন ও বিচার বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৮২২ কোটি টাকা। ওই বছর বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ২২৪ কোটি এবং লেজিসলেটিভ বিভাগের বরাদ্দ ছিল ৩৬ কোটি টাকা।

করোনাভাইরাসের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর