শনিবার, ১১ জুন, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার সঙ্গে দুই যুবলীগ নেতার দোস্তি

ছবি ভাইরাল তোলপাড়

বাগেরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা শিপন কুমার বসুর সঙ্গে চিতলমারীর দুই যুবলীগ নেতা নজরুল ও ইব্রাহিমের দোস্তির দৃশ্য স্থানীয় নেতা-কর্মীদের ক্ষুব্ধ করেছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নিউটনে শিপন কুমার বসুর নিজ কার্যালয়ে চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলামের মদ খাওয়ার একটি ছবি ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ওই ছবিতে দেখা যায়, ইসরায়েলের পতাকা টানানো একটি কক্ষে শিপন, চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম, চিতলমারী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইব্রাহিম মুন্সি ও সাবেক ছাত্রদল নেতা বিধান কিত্তনিয়া  মদ খাচ্ছেন। এ ছবিটি দিয়ে চিতলমারী উপজেলার শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ফেসবুকে স্ট্যাটাস দিলে তোলপাড় শুরু হয়। এরপর থেকে একের পর এক নিন্দা জ্ঞাপনসহ দুই যুবলীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম এবং মো. ইব্রাহিম মুন্সিকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতা-কর্মীরা। আমিনুল হক বলেন, দেশদ্রোহী শিপন কুমার বসুর সঙ্গে নজরুল ইসলামের কী প্রয়োজন? ভারতে গিয়ে মিটিং করা এবং শিপনের সঙ্গে মদ খাওয়া খুবই হীন কাজ। নজরুলকে যুবলীগ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান আমিনুল। নজরুল ইসলাম বলেন, চার-পাঁচ মাস আগে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে একটি দাওয়াতে যোগ দেন। তিনি বলেন, ওখানে ষড়যন্ত্রকারীরা পূর্ব পরিকল্পিতভাবে কৌশলে আমার ছবি তোলে। এটা আমাকে রাজনৈতিভাবে হেয়প্রতিপণ্য করার অংশ ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, ওই কক্ষে প্রবেশ করে যখন মদ ও শিপনকে দেখেছি তখন আমি দ্রুত বের হয়ে গেছি। কিন্তু এখন আমাকে হয়রানির উদ্দেশ্যে ওই ছবি নিয়ে অপরাজনীতি করা হচ্ছে। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিযূষ কান্তি রায় বলেন, বিষয়টি যেহেতু যুবলীগের আশা করি জেলা ও কেন্দ্রীয় যুবলীগ ব্যবস্থা গ্রহণ করবে। ইসরাইয়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর হিসেবে পরিচিত শিপন কুমার বসু বাগেরহাটের কচুয়া উপজেলার সাহসপুর এলাকার কালিপদ বসুর ছেলে। ছোটবেলায় নানাবাড়ি চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামে বড় হয়েছেন। তিনি ‘হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশ’ নামের একটি কথিত সংগঠনের সভাপতি। প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ ছেড়ে ভারতে বসবাস শুরু করেন শিপন। ২০১৭ সালের অক্টোবরের মাঝামাঝি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও  আওয়ামী লীগ সরকারকে পতনের হুমকি দিয়ে আলোচনায় আসেন শিপন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর