শনিবার, ১১ জুন, ২০২২ ০০:০০ টা

উপকূলীয় বাঁধ সুরক্ষা নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক কর্মশালা

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, ডিএইচআই এবং ডেল্টারেসের সহযোগিতায় রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুরু হচ্ছে দুই দিনের আন্তর্জাতিক কর্মশালা। ‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদে মনিটরিং, গবেষণা ও বিশ্লেষণ’ শীর্ষক এই কর্মশালা শুরু হবে আজ সকাল সাড়ে ৯টায়। এতে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সৈয়দ হাসান ইমাম ও বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ স্বর্ণা কাজী।  প্রকল্পটি সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. রণজিত গালাপাত্তি, টিম লিডার, জেভি, ডিএইচআই ডেল্টারেস। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মাইকেল এস স্টেকলার, অধ্যাপক স্টিভেন গুডব্রেড, ড. আইরিনা ওভারিস, নেদারল্যান্ডসের পানি বিশেষজ্ঞ ড. ফার্ডিনান্ড ডায়ারম্যান্স, আন্তর্জাতিক উপকূল বিশেষজ্ঞ জাঁ হেনরি ল্যাবয়রি, ড. বাস ভনমারেন, অধ্যাপক ডানো রোয়েল ভিঙ্ক প্রমুখ। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য প্রভাবককে বিবেচনায় রেখে উপকূলীয় বাঁধ ব্যবস্থাপনায় টেকসই ব্যবস্থাপনা উদ্ভাবনই এ কর্মশালার মূল উদ্দেশ্য। বাঁধসমূহের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে ও কী করে ভোগান্তিসমূহ দীর্ঘ মেয়াদে হ্রাস করা যায় সেই লক্ষ্যে গৃহীত উদ্যোগ সম্পর্কে কর্মশালায় দিক-নির্দেশনামূলক আলোচনা হবে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর