শনিবার, ১১ জুন, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ মৌলিক অধিকার নিশ্চিত করেছে

খুলনায় মিট দ্য প্রেসে প্রধান তথ্য অফিসার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ খুবই অল্প সময়ে একটি উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ।’ গতকাল খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া এসব কথা বলেন। তথ্য অধিদফতর ও খুলনা আঞ্চলিক তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বলা হয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দারিদ্র্য ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল সেবা, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয়। প্রধান তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ১০টি উদ্যোগ বাস্তবায়নের ফলে আমরা এখন ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে নজির স্থাপন করেছে। এসময় তিনি এসব বিষয়ে প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান। বক্তৃতা করেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার খালেদা বেগম, আবদুল জলিল, সাংবাদিক ফারুক আহমেদ, মামুন রেজা, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র তথ্য অফিসার মো. মঈনউদ্দীন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর