সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

চিংড়ি চাষের জন্য লবণপানি উত্তোলন বিস্তীর্ণ এলাকা প্লাবিত, এলাকায় ক্ষোভ

প্রতিবাদে মাঝরাতেই জড়ো হয় কয়েক শ মানুষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চিংড়ি চাষের জন্য লবণপানি উত্তোলন বিস্তীর্ণ এলাকা প্লাবিত, এলাকায় ক্ষোভ

খুলনার ডুমুরিয়ায় রাতের আঁধারে ২৫ নম্বর পোল্ডারের স্লুইস গেট দিয়ে লবণপানি উত্তোলনের ঘটনা ঘটেছে। এ সময় জোয়ারের পানির চাপে সংযোগ খাল উপচে লবণপানিতে বিস্তীর্ণ এলাকার মাছের ঘের ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতে ডুমুরিয়ার খর্নিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাঝরাতে কয়েক শ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদের নির্দেশে লবণপানি উত্তোলন বন্ধ করা হয়। ঘটনার পর থেকে লবণপানি উত্তোলনে জড়িতরা পলাতক রয়েছে।

জানা যায়, পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ‘ব্লু গোল্ড’ ক্যাচমেন্ট কমিটির আহ্বায়ক হানিফ মোড়ল শনিবার রাতে ২৫ নম্বর পোল্ডারের স্লুইস গেটের কপাট খুলে সংযোগ খালে লবণপানি উত্তোলন করেন। স্থানীয় কয়েকজন চিংড়ি চাষির ঘেরে লবণপানি ঢোকানোর জন্য অবৈধভাবে পানি উত্তোলন করা হয়। তবে জোয়ারের কারণে সংযোগ খাল উপচে ডুমুরিয়ার ভদ্রাদিয়া, গোনালী, পাঁচপোতা, পাচুলিয়া, বামুনদিয়া, আঙ্গারদোহা এলাকার প্রায় ২ হাজার হেক্টর জমিতে লবণপানি ছড়িয়ে পড়ে। কয়েকটি মিষ্টি পানির ঘেরে লবণপানি ঢুকে মাছের ক্ষয়ক্ষতি হয়। এতে উত্তেজনা তৈরি হয়।  ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ বলেন অনুমতি ছাড়া লবণপানি উত্তোলন করা অবৈধ। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হানিফ মোড়লকে পাওয়া যায়নি। তবে পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য শরিফ মোড়ল জানান, বিলঢোংরা খালের পানিতে শ্যাওলা (কচুরিপানা) জন্ম নিয়েছে। লবণপানিতে শ্যাওলা ধ্বংস করার জন্য নদীর পানি উত্তোলন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর