সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

৪৫ উপজেলায় স্থাপন হচ্ছে শিশু-যত্ন কেন্দ্র

সাঁতার শেখানো হবে দেড় সহস্রাধিক স্থানে

নিজস্ব প্রতিবেদক

৪৫ উপজেলায় স্থাপন হচ্ছে শিশু-যত্ন কেন্দ্র

দেশের ১৬টি জেলায় ৪৫টি উপজেলায় এক থেকে পাঁচ বছর বয়সী দুই লাখ শিশুর জন্য আট হাজার সমাজভিত্তিক শিশু-যত্ন কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে ১ হাজার ৬০০ স্থানে ৬ থেকে ১০ বছর বয়সী ৩ লাখ ৬০ হাজার শিশুকে সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার।

গতকাল ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান’ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭১ কোটি ৮২ লাখ টাকা। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পের শতকরা ৮০ ভাগ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, আর ২০ ভাগ অর্থায়ন করবে ব্লুমবার্গ পিলানথ্রোপিজ। বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হবে।  গতকাল রাজধানীর একটি হোটেলে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ, নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করা এবং মৃত্যুঝুঁকি কমিয়ে আনা। এ প্রকল্পের মাধ্যমে সমন্বিত ইসিসিডি সেবা প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ এবং পানিতে ডুবে যাওয়াসহ শৈশবকালীন আঘাত হতে শিশুদের রক্ষা করার জন্য ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে অভিভাবকদের সচেতন করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর