সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ : শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ১৫ জুন থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা-সম্পর্কিত এক সভা শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রসঙ্গত, ১৯ জুন থেকে এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৬ জুলাই। শিক্ষামন্ত্রী জানান, পদ্মা সেতুর উদ্বোধনী দিন সারা দেশে উদ্যাপন করা হবে। এ জন্য ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই দিনের পরীক্ষাটি ২৪ জুন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কোচিং সেন্টারগুলো নজরদারির আওতায় আনা হবে। যারা গোপনে খোলা রাখেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর