সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

বাজেটে গণকর্মচারীদের প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে : সমন্বয় পরিষদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেছেন, বাজেটে গণকর্মচারীদের প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। গতকাল এক বিবৃতিতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্নআয়ের গণকর্মচারীদের জীবন চরম সংকটে পতিত হয়েছে। প্রস্তাবিত বাজেটে কর্মচারীদের বহুল প্রত্যাশিত মহার্ঘভাতা কিংবা কোনো রকম আর্থিক সুবিধার ঘোষণা না থাকায় তাদের প্রত্যাশা তীব্র হতাশায় পরিণত হয়েছে। তিনি গণকর্মচারীদের মধ্যে বিরাজিত হতাশা ও ক্ষোভ প্রশমনের জন্য অবিলম্বে ৬০ শতাংশ বেতন বৃদ্ধি ও ন্যায্যমূল্যে রেশন প্রদানের দাবি জানান। অন্যথায় জীবন-জীবিকা রক্ষার প্রয়োজনে জুলাই থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর