সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

সিদ্ধান্ত পাল্টে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির পক্ষে ইবি শিক্ষকরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আটটি শর্ত দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান থেকে সরে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। গত ৩১ মে শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৫৬ জন শিক্ষকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এক সংবাদ সম্মেলনে ইবি গুচ্ছে গেলে ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষক সমিতির নেতারা। এ নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্য কয়েক দফা বৈঠকে বসলেও শিক্ষকরা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান বলেন, ‘শর্তসাপেক্ষে আমরা গুচ্ছের পক্ষে অবস্থান নিয়েছি। তবে শর্ত উপেক্ষিত হলে আগামী বছর থেকে আমরা গুচ্ছে যাব না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর