শিরোনাম
সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

প্রস্তাবিত বাজেট লুটপাটের মহোৎসব ছাড়া কিছুই নয়

-প্রগতিশীল জাতীয়তাবাদী দল

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেট প্রমাণ করেছে বর্তমান সরকার গণবিরোধী। অতীতের মতো এবারের বাজেটও দারিদ্র্য, বৈষম্য, লুটপাটের মহোৎসব ছাড়া কিছুই নয়। প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান গতকাল এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যে বাজেট দেয় তাতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চলতি নীতিমালারই প্রতিফলন ঘটে থাকে। স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন সব রাজনৈতিক দল তথা শাসক শ্রেণি পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতিকে কেন্দ্র করেই বাজেট প্রণয়ন করেছে। ফলে দারিদ্র্য বৈষম্য, বেকারত্ব, লুটপাট, দুর্নীতি ও অবৈধ সম্পদের কেন্দ্রীভবন ত্বরান্বিত হয়। যা বর্তমানে চরম রূপ ধারণ করেছে। পুঁজিবাদী বিকাশের ধারায় জিডিপি বেড়েছে। তার পরিণতিতে দেশে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে।

 প্রাণ-প্রকৃতি বিনাশে মেগা প্রকল্প ঋণের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলেন, ‘আমরা এ বাজেট প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি, ২০২২-২৩ সালের বাজেটে সাধারণ মানুষের অধিকার উপেক্ষিত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর