মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতু উদ্বোধনের জন্য পরীক্ষা পরিবর্তন অবিবেচনাপ্রসূত : রব

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু উদ্বোধনের জন্য পরীক্ষা পরিবর্তন অবিবেচনাপ্রসূত : রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, একটি সেতুর উদ্বোধনের জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থীর পরীক্ষার তারিখ পরিবর্তন অবিবেচনাপ্রসূত। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সাপ্তাহিক ছুটির দিনে নির্ধারণ করলে পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজন হতো না। এটুকু বিবেচনাবোধও সরকারের নেই। আমাদের মতো দেশে একটি সেতুর উদ্বোধন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু জাতির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। সেতু উদ্বোধনকে ঘিরে অনাবশ্যক বর্ণাঢ্য অনুষ্ঠানের কারণে এসএসসি পরীক্ষা গুরুত্বহীন করায় প্রমাণ হয়েছে- আওয়ামী লীগের কাছে জনগণের অগ্রাধিকার নেই। আ স ম রব বলেন, পরীক্ষার তারিখ পরিবর্তন করে সরকার লাখ লাখ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে কোনোরকম দুঃখ প্রকাশের প্রয়োজনবোধ করেনি। এটা জনগণকে অসম্মানের শামিল, যা কারও কাম্য নয়।

উল্লেখ্য, পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর