বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

কমলাপুর রেলস্টেশনে গেটম্যান খুনে দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কমলাপুর রেলস্টেশনে পূর্বশত্রুতার জেরে শাহিন (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তিনি স্টেশনের গেটম্যানের চাকরি করতেন। এ ঘটনায় অভিযুক্ত কাঞ্চন সিকদার ও তার স্ত্রী রাশিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে তারই পরিচিত কাঞ্চন সিকদার নামে এক যুবক রবিবার সন্ধ্যায় কমলাপুর ৮ নম্বর প্ল্যাটফর্মের গেটে শাহিনের বুকসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে। পরে তার সহকর্মীরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শাহিনের ছোট বোন বাদী হয়ে একটি মামলা করেন।

জানা গেছে, কমলাপুর স্টেশনে মাস্টার রোলে গেটম্যানের চাকরি করতেন শাহিন। আইসিডি গেটে দায়িত্বরত ছিলেন তিনি। আর কমলাপুর স্টেশনে কাঞ্চন পান-বিড়ি বিক্রি করতেন। কয়েক মাস আগে কাঞ্চনের স্ত্রী রাশিদাকে ভাগিয়ে বিয়ে করেন শাহিন। তবে পরবর্তী সময়ে শাহিন বিচার-সালিশের মাধ্যমে ওই স্ত্রীকে তালাক দেয়। পরে ওই নারী আবার কাঞ্চনের কাছে ফিরে যান। শাহিনের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার হাটধলা গ্রামে। তার বাবা মৃত আবদুল কাদির। থাকতেন মুগদা এলাকায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর