বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

রূপসা নদীর তীরে হচ্ছে কাক্সিক্ষত হাইটেক পার্ক

ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ব্যয় হবে ১৭০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা নদীর তীরে সাড়ে ৩ একর জমিতে নির্মিত হচ্ছে বহু কাক্সিক্ষত হাইটেক পার্ক। আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে সাত তলা ভবন, সিনেপ্লেক্সসহ প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নির্মিত হবে। এতে একদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে তরুণ-তরুণীরা প্রশিক্ষিত হয়ে নিজেরাই স্বাবলম্বী হতে পারবে।

জানা যায়, খুলনায় আইটি/হাইটেক পার্কের দাবি দীর্ঘদিনের। এ সেক্টরে খুলনায় অনেক উদ্যোক্তা আছেন। অনেকে ফ্রিল্যান্সিং করেন, সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিদেশি মুদ্রা দেশে আনছেন। কিন্তু হাইটেক পার্ক না থাকায় আইটি দক্ষতা বাড়ানোর সুযোগ ছিল না। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নগরীর রূপসা স্ট্যান্ড রোডে গতকাল কাক্সিক্ষত আইটি/হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে খুলনা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ভারতের ঋণ সহায়তায় দেশের ১২ জেলায় হাইটেক পার্ক নির্মাণের কাজ শুরু হচ্ছে। খুলনায় নির্মিতব্য হাইটেক পার্কে সাত তলা ভবনের মধ্যে প্রশিক্ষণ, ইনকিউবেশন. স্টার্টআপ ও বিজনেস ফ্লোর থাকবে। যেখানে প্রতি বছর সরাসরি ১ হাজার তরুণ-তরুণীকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন সেক্টরে ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরোক্ষভাবে উদ্যোক্তা হিসেবে আরও হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

 ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে হাইটেক পার্কের নির্মাণকাজ শেষ হবে।

তিনি প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে খুলনাবাসীকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল জানান, খুলনায় আইটি পার্কে প্রশিক্ষণ নিয়ে এ অঞ্চলের মানুষ দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তিনি বলেন, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, আইটি পার্ক, রূপসা ফোর লেনসহ খুলনায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অসীম কুমার শান্ত্রা, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, হাইটেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর ডা. বিকর্ণ কুমার ঘোষ ও প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর