বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা এলপিজির সঙ্গে অ্যাপারেলস ওয়েট প্রসেসিংয়ের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা এলপিজির সঙ্গে অ্যাপারেলস ওয়েট প্রসেসিংয়ের চুক্তি

চারপাশের পরিবেশ একটু একটু করে ক্ষতির মুখে ঝুঁকছে। তাই পরিবেশকে বিপন্ন না করে কীভাবে প্রতিটি খাতে উন্নয়ন আনা যায় তা নিয়ে ভাবা সময়ের দাবি। তেমন ভাবনা থেকে দেশের বৃহত্তম এবং এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাপারেলস ওয়েট প্রসেসিং লিমিটেড। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২ এর সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো অ্যাপারেল শিল্পে এলপিজি ব্যবহৃত হবে। এই কারখানা থেকে দৈনিক ৬৫ হাজার পিস রেডিমেড গার্মেন্ট প্রোডাক্ট উৎপাদিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ১০ বছর এই কারখানায় বিকল্প জ্বালানি কারিগরি সহায়তা দেবে বসুন্ধরা এলপি গ্যাস। প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বাল্ক এলপিজি ট্যাঙ্কার স্থাপনের মাধ্যমে এই কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে। এখন পর্যন্ত বসুন্ধরা এলপিজি প্রায় ১০টিরও অধিক বৃহৎ শিল্পে গ্যাস সরবরাহ করে আসছে।  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম, বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ এর ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং সিওও এম এম জসীম উদ্দিন, হেড অব এইচআর সাদ তানভীর, সেলসের হেড অব ডিভিশন প্রকৌশলী জাকারিয়া জালাল, সাপ্লাই চেইন ডিভিশনের জি এম সরোয়ার হোসেন সোহাগ, বসুন্ধরা গ্রুপের সেক্রেটারি টু ভাইস চেয়ারম্যান মুশফিকুর রহমান প্রমুখ। অ্যাপারেলস ওয়েট প্রসেসিং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. জিল্লুর রহমান মৃধা, সিইও তাসলিম আহমেদ, ডিরেক্টর অমিত কান্তি, কোম্পানি সেক্রেটারি মুজিবুল ইসলাম ও হেড অব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রকৌশলী মো. কাওসার রহমান। জাকারিয়া জালাল বলেন, এ বিনিয়োগ বসুন্ধরা এলপি গ্যাসের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ একটি অত্যাবশ্যকীয় বিষয়। অ্যাপারেল শিল্পে আমরা এই প্রথম এলপিজি সরবরাহ করতে যাচ্ছি। এ ছাড়াও আমরা সিরামিক এবং বয়লার-নির্ভর শিল্পে গ্যাস সরবরাহ করছি। জসিম উদ্দীন বলেন, রপ্তানিযোগ্য শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ একটি উল্লেখযোগ্য অংশ। বসুন্ধরা এলপি গ্যাসের বর্তমানে যে সরবরাহ ব্যবস্থা তা বিশ্ব সমাদৃত। প্রাকৃতিক বিপর্যয় ছাড়া একমাত্র আমরাই পারি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে। অ্যাপারেলস ওয়েট প্রসেসিং লিমিটেড কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ব্যবস্থায় যে অ্যাপারেল ফ্যাক্টরি কার্যক্রম চালানো যায়, তা বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডকে সঙ্গে নিয়ে আমরা দেশে প্রথমবারের মতো শুরু করে দেখতে চাই। রেডিমেড গার্মেন্ট উৎপাদন ফ্যাক্টরিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ভীষণ জরুরি। বসুন্ধরা এলপি গ্যাস সংযোগের মাধ্যমে আমরা নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে পারব বলে আশাবাদী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর