বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

ঢাকা জেলা থেকে প্রকাশিত পত্রিকা ১ হাজার ১২৬টি

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল সংসদে জানিয়েছেন, বর্তমানে ঢাকা জেলা হতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা ১ হাজার ১২৬টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৪৯৯টি, সাপ্তাহিক ৩৪৫টি ও মাসিক ২৮২টি। তিনি আরও বলেন, বর্তমানে সরকারি বিজ্ঞাপন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় না। ফলে বিজ্ঞাপন বাবদ সরকারি ব্যয় বা রাজস্ব আয়ের সঠিক তথ্যাদি তথ্যও মন্ত্রণালয়ে নেই। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ বলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর ‘এ শ্রেণিভুক্ত জাতীয় দিবসের ক্রোড়পত্র বিতরণ ও বিল পরিশোধ করে। এই বিল থেকে সরকারি কর বাবদ ১০ শতাংশ, আয়কর বাবদ ৪ শতাংশ, ভ্যাট বাবদ ১৫ শতাংশ ও ২ শতাংশ সার্ভিস চার্জ আদায় করা হয়। এ বাবদ চলতি অর্থ বছরে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার ক্রোড়পত্র থেকে ২ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার ৭২৩ টাকা রাজস্ব আয় হয়েছে।’

বেশকিছু অনলাইন পোর্টাল বন্ধ হচ্ছে : তথ্যমন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অসত্য নিউজ পরিবেশনা, গুজব রটানো এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর