বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

সাবরিনা-আরিফসহ আটজনের যুক্তি উপস্থাপন ২০ জুন

আদালত প্রতিবেদক

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আটজনের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এদিন ধার্য করেন। এদিন আলোচিত এ মামলায় আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাদের আইনজীবী। তবে যুক্তি উপস্থাপন  শেষ না হওয়ায় নতুন দিন ঠিক করেন বিচারক। এর আগে গত ১১ মে আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

গত ২০ এপ্রিল একই আদালতে সাক্ষ্য দেন মহানগর হাকিম  মোর্শেদ আল মামুন ভূঁইয়া। এরপর রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। ওইদিনই আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১১ মে দিন ধার্য করেছিলেন। মামলাটিতে ৪০ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ২৬ জনের সাক্ষ্য নেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর