বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাংলাদেশ প্রতিদিনের নাম ভাঙিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাম ভাঙিয়ে দুটি মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করার অভিযোগ পাওয়া গেছে। ফোন দুটির নম্বর- ০১৭২০০৬৩৩৮১ ও ০১৯১১১৬১৯৪১। এ বিষয়ে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাব ও সিআইডিতে অভিযোগ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে। আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ প্রতিদিনের মিথ্যা নাম ব্যবহারকারীদের সন্ধানে কাজ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এদিকে পুলিশ তদন্ত করে  জানতে পেরেছে, ০১৭২০০৬৩৩৮১ নম্বরটি সিরাজগঞ্জ সদরের ভূতের ডের এলাকার এসএস রোডের হোটেল পুবালি রেসিডেনশিয়াল এলাকায় ব্যবহৃত হয়। আর নম্বরটির রেজিস্ট্রেশন করা আছে আছমা আক্তার (৪৩) নামে এক নারীর নামে যার পিতা নুরুল ইসলাম, মাতা ফিরোজা বেগম। জাতীয় পরিচয়পত্র নম্বর- ১৯৭৮২৬১১০৩৮৭৮৯১৯০। সেখানে তার ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকা। আর ০১৯১১১৬১৯৪১ নম্বরটি ব্যবহার করেন রাজ নামে একজন। তিনি বলছেন, তিনি থাকেন ভাটারার গামকা মেডিকেলের পাশে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতারণার কাজে ব্যবহৃত নম্বর ও ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর