শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার ত্রাণে বানভাসি মানুষের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বসুন্ধরার ত্রাণে বানভাসি মানুষের মুখে হাসি

বসুন্ধরার ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন বানভাসিরা -বাংলাদেশ প্রতিদিন

সিলেটজুড়ে ফের বন্যা দেখা দিয়েছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন সিলেটের পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষ। এক মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যার কারণে খেটে খাওয়া অসহায় মানুষ পড়েছেন বিপাকে। দুই বেলা দুই মুঠো খাবার জোগাড় করা তাদের জন্য হয়ে পড়েছে মারাত্মক কষ্টসাধ্য। এ অবস্থায় সিলেটে বন্যা আক্রান্ত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। বানভাসি মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে খাবার। ত্রাণ পেয়ে অসহায় লোকজনের মুখে ফুটেছে হাসির ঝিলিক। গত ৩০ মে থেকে শুরু হওয়া ত্রাণ তৎপরতা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ত্রাণ বিতরণ করে জেলা পুলিশ। গোয়াইনঘাট উপজেলার প্রায় ৯০ ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় থানার ওসি কে এম নজরুল ইসলাম নৌকা নিয়ে ত্রাণ বিতরণে বের হন। তিনি উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের পানিবন্দি ১০০টি পরিবারের কাছে ত্রাণ হিসেবে বসুন্ধরা গ্রুপের এই উপহার পৌঁছে দেন। আগের দিন তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের খৈয়াখাল হাওর, চাতল হাওর ও বেলেঙ্গুড়া হাওর এলাকায় ত্রাণ বিতরণ করেন। বন্যাকবলিত খৈয়াখাল হাওর এলাকায় নৌকা নিয়ে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেন ওসি কে এম নজরুল ইসলাম। হাতে ত্রাণের প্যাকেট পেয়ে দিনমজুর ইরফান মিয়ার যেন খুশির সীমা নেই। মুখে এক ফালি হাসি নিয়ে কৃতজ্ঞতা জানান বসুন্ধরা গ্রুপকে। ধন্যবাদ জানান ওসিকেও। জানালেন, পানিবন্দি অবস্থায় আছেন তিন দিন ধরে। ঘরে এক মুঠো খাবার নেই। এই ত্রাণ দিয়ে তিনি ঘরে থাকা বৃদ্ধ মা ও স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দেবেন। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুই দফায় বসুন্ধরা গ্রুপ ১২ হাজার প্যাকেট ত্রাণ পাঠায়। জেলা পুলিশের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২টি উপজেলার অসহায় লোকজনের মধ্যে এই ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ৩০ মে বিয়ানীবাজার উপজেলা থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন। তার নির্দেশে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

সর্বশেষ খবর