শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

নরেন্দ্র মোদিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিমানযোগে দিল্লিতে পৌঁছে এই বিখ্যাত আম। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান সেই উপহার সাত নম্বর জনকল্যাণ মার্গে মোদির বাসভবনে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার দেওয়া হয়েছে। গত বছরও শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেসিসি) বৈঠকের এক দিন আগে আম পাঠালেন প্রধানমন্ত্রী। জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ (শনিবার) দিল্লি যাবেন। আগামীকাল দিল্লিতে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর