শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

পরীক্ষামূলক টোল আদায় হলো পদ্মায়

জনসভার মঞ্চ ৮০ ভাগ কাজ শেষ

নিজস্ব প্রতিবেদক ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রিয় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ টাকা করে টোল দিয়ে পদ্মা সেতু পার হয় সেতু বিভাগের কয়েকটি গাড়ি। টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হওয়া গাড়িগুলো ছিল পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের। প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রতিদিনকে জানান, গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে পদ্মা বহুমুখী প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়। তিনি আরও জানান, বিকালের দিকে প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে। তখন সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ির মাধ্যমে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। প্রথম গাড়িটি ১ হাজার ২০০ টাকা টোল দিয়ে পার হয়।

পদ্মা সেতুর জনসভার মঞ্চ ৮০ ভাগ কাজ শেষ : বহুল প্রতীক্ষিত স্বপ্নের ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে পদ্মাপাড়ে কাঁঠালবাড়ীতে ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে জনসভাস্থলের মঞ্চ এবং মাঠ পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্তরা। গতকাল বিকালে জনসভাস্থল পরিদর্শন করেন জনসভা ও মঞ্চ সাজসজ্জা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শরীয়পুর-২ আসনের এমপি পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দসহ অন্যরা।

মঞ্চ পরিদর্শন শেষে জনসভা ও মঞ্চ সাজসজ্জা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মির্জা আজম সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক জনসভার মঞ্চ নির্মাণের কাজের ৮০ ভাগ অগ্রগতি হয়েছে। বাকি ২০ ভাগ কাজ কয়েকদিনের মধ্যে শেষ হবে। মঞ্চটি করা হয়েছে পদ্মা সেতুর আদলে। নিচে পানি চলাচল করবে, পাল তোলা নৌকা যাবে। আওয়ামী লীগের দলীয় প্রতীকের নৌকাও পার হবে পদ্মা সেতুর নিচ দিয়ে। তিনি বলেন, ঐতিহাসিক জনসভা হবে। এতে ১০ লাখের বেশি মানুষ উপস্থিত হবেন আগামী ২৫ জুন।

পানি সম্পদ উপমন্ত্রী শামীম বলেন, পদ্মা সেতু নির্মাণ করায় দক্ষিণাঞ্চলের কৃতজ্ঞ মানুষ ২৫ জুন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে জনসভাস্থলে হাজির হবেন। ওইদিন জনসভাস্থল ছাড়াও লঞ্চ, ফেরি, নৌকা সাজিয়ে মানুষ কৃতজ্ঞতা জানাবেন বঙ্গবন্ধুকন্যাকে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর