শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পদ্মা সেতু মাথা নত না করা বাংলাদেশের পরিচয় : কাদের সিদ্দিকী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘পদ্মা সেতু মাথা নত না করা বাংলাদেশের পরিচয়’ মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, পদ্মা সেতু নিয়ে হিংসা করার কোনো কারণ নেই। পদ্মা সেতু যেমন আমার, পদ্মা সেতু বিএনপিরও, পদ্মা সেতু জামায়াতে ইসলামীরও। বাংলাদেশের যারাই নাগরিক পদ্মা সেতু সবার অহংকার। এটা অনুধাবন করতে হবে। গতকাল বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আমরা সূর্যমুখী’ আয়োজিত ‘একাত্তর-পঁচাত্তরের প্রতিবাদী যোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং মৃত্যুহীন মুজিবের সন্তানেরা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, সবাইকে নিয়ে চলায় কেন জানি না আমাদের আগ্রহ নেই। আমরা জাতিগতভাবে ভাগ হয়ে যাচ্ছি। এরকম ভাগ হওয়া জাতির পরিণাম ভালো না। আমাদের একটা জাতীয় ঐক্য থাকা দরকার। পদ্মা সেতু বাংলাদেশের জন্য সত্যিই একটা গৌরবের বিষয়। এ জন্য একথা বললে হবে না যে ‘এটা আমিই বানাইছি’। জয় একটা কথা বলেছেন, ‘পদ্মা সেতুতে সবার অবদান আছে’। এটা হলো তার নানার মতো কথা। বঙ্গবন্ধুর নাতির কথা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার, কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরীন কাদের সিদ্দিকী, সংগীত ব্যক্তিত্ব ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ‘আমরা সূর্যমুখী’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর