রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

সীতাকুন্ডে বিস্ফোরণের ঘটনায় বাড়ি ফিরলেন দগ্ধ ছয়জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ডে বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল দুপুরে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে যান। তাদের ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। তিনি বলেন, ছয়জনের অবস্থার উন্নতি হয়েছে। তারা বর্তমানে ভালো আছে। সার্বিক পর্যবেক্ষণ করে তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক আজ (গতকাল) দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা হলেন- মো. ফারুক, ফারুক হোসেন, মঈনউদ্দিন, মাগফারুল ইসলাম, মাসুম মিয়া ও ফরমানুল ইসলাম। তাদের পরবর্তী চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট ও চক্ষু বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। সীতাকুন্ডের ঘটনায় আরও ১৫ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও উন্নতির দিকে।

মাগফারুল ইসলামের ছোট ভাই আসাদুল হক জানান, ডিপোর সিকিউরিটি ইনচার্জ মাগফারুলের পশ্চাদাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার পরদিনই তাকে ঢাকায় আনা হয়। পরে ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়। চার দিন আইসিইউতে থাকার পর তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে এখনো কিছুটা ক্ষত রয়েছে।

চিকিৎসকরা সেবনের জন্য কিছু ওষুধ ও ক্ষতস্থানে লাগানোর জন্য মলম দিয়েছেন। এতে ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তার চোখের সমস্যাটাও কেটে গেছে। মাগফারুলের অবস্থা আগের থেকে অনেক ভালো। আমাদের পরবর্তী চিকিৎসার জন্য সাত দিন পরে আবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসতে বলা হয়েছে।

এদিকে মো. ফারুকের ছেলে মো. জাকারিয়া বলেন, হাসপাতাল থেকে আমাদের ছুটি দিয়েছে। এখান থেকে নারায়ণগঞ্জে খানপুরে বাড়িতে যাব। পরবর্তী চিকিৎসার জন্য আবার হাসপাতালে আসতে বলা হয়েছে। চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। বিকট শব্দে ডিপোতে বিস্ফোরণ ঘটতে থাকে। মর্মান্তিক এ ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েক শতাধিক। আহতদের অনেকেই এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর