রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

মৎস্যজীবীদের মানবিক সহায়তা দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

মৎস্যজীবীদের মানবিক সহায়তা দেওয়ার দাবিজাতীয় মৎস্যজীবী সমিতির  ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, দেশের ৩৩টি জলমহালের ব্যবস্থাপনা মৎস্য অধিদফতরের মাধ্যমে পুনঃপ্রবর্তন ও সম্প্রসারণ করা প্রয়োজন। ডিমওয়ালা ইলিশ আহরণের মৌসুমে মৎস্যজীবীদের অবসর সময়ে মানবিক সহায়তা প্রকল্প  নিতে হবে। গতকাল রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইসলাম আলী। সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মকবুল হোসেন এমপি, সমিতির সুরুত জামাল তালুকদার, গোপাল রাজবংশী, গুরুদাস হালদার, তসলিম বেপারি, নুরুল ইসলাম, রিপন বেপারি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর