সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এসি বিস্ফোরণে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে এসি বিস্ফোরণে মাসরুর আহমেদ (২৩) নামে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় গুলশানের নিকেতনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মাসরুরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, গুলশান থেকে আহত অবস্থায় এক যুবককে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আগেই মারা গেছেন তিনি। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।  

জানা গেছে, মাসরুর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছেন। সার্টিফিকেট নিতে গ্রামের বাড়ি বগুড়া থেকে গুলশানের নিকেতনের তিন নম্বর রোডের ১২৯ নম্বরে বোনের বাসায় আসেন। এক ভাই এক বোনের মধ্যে মাসরুর ছোট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর