সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় শুদ্ধ সংগীত

সাংস্কৃতিক প্রতিবেদক

রাগ-রাগিনী আর সুরের খেলায় মুগ্ধতার চাদরে ঢাকা ছিল শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন। শুদ্ধ সংগীতের বৃষ্টিতে ভিজে ধ্যানমগ্ন ছিল মিলনায়তনে আগত সুরের সমঝদাররা। পরিবেশনার পরতে পরতে পিনপতন নীরবতা নেমে এসেছিল আষাঢ়ের সন্ধ্যায়। ধ্রুপদী সুরের মায়াজালে সাঁঝের আঁধারেও নেমে এসেছিল সুরের আলোর ফল্গুধারা। এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিল শাস্ত্রীয় সংগীতের পাঁচদিনের উৎসবের গতকাল দ্বিতীয় দিনের সন্ধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই জয়জয়ন্তী রাগে সুরের ব্যাকরণ ছড়ান শিল্পী ড. শেখর মন্ডল।

এরপর ‘পুরিয়া ধনেশ্রী’ রাগ পরিবেশন  করেন নরেন চক্রবর্তী, রাগ ‘বিহাগ’ পরিবেশন করেন বিশ্বজিৎ জোদ্দার, রাগ ‘কেদার’ এর জাদুতে মুগ্ধতা ছড়ান সুস্মিতা দেবনাথ সূচি। পরের পরিবেশনায় রাগ ‘শঙ্করা’ নিয়ে মঞ্চে আসেন অভিজিৎ কুন্ডু। ইমন পরিবেশন করেন রাগ ‘মধুকোষ’। অসিত দে পরিবেশন করেন রাগ ‘জয়ন্ত মালহার’। সবশেষে রাগ ‘দূর্গা’য় মুগ্ধতা ছড়ান কানিজ হোসনা আহম্মেদী সিম্পি। ২২ জুন শেষ হবে পাঁচদিনের এই আসর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর