মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা
জ্বালানির মূল্য নির্ধারণ

প্রশাসনিক প্রতিকার না পেলে উচ্চ আদালতে যাবে ক্যাব

নিজস্ব প্রতিবেদক

ডিজেল ও কেরোসিনসহ জ্বালানির মূল্য নির্ধারণে প্রশাসনিক প্রতিকার না পেলে উচ্চ আদালতে যাবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল ক্যাবের উদ্যোগে ‘জ্বালানি তেলের মূল্য আবারও অবৈধ উপায়ে বৃদ্ধি না করার দাবি’ শীর্ষক এক অনলাইন সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম। ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি বলেন, বিপিসি, বিইআরসি, পেট্রোবাংলা এসব কোম্পানি পরিচালনায় আমলাতান্ত্রিক ক্ষমতা থাকায় জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। জ্বালানি বিভাগ ও বিপিসি অবৈধভাবে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে, আমরা বিষয়টি মানছি না। আমরা বৈধ প্রক্রিয়ায় জ্বালানির দাম বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। জ্বালানি খাতে এখন আইনের শাসন অচল। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার ভয়ানকভাবে বিপর্যস্ত। আমরা এমন পরিস্থিতির দ্রুত পরিবর্তন চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর