শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমদ আর নেই

সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ (৭৯) আর নেই। গতকাল সন্ধ্যা ৭টায় উত্তরার ৭ নম্বর সেক্টরের ‘শিউলিতলা’ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী বিলকিস মহিউদ্দিন এবং দুই কন্যা রেখে গেছেন। এর আগে ২২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার পর চার দিন আগে উত্তরার বাসায় ফেরেন তিনি। মহিউদ্দিন আহমদ ১৯৭১ সালে পাকিস্তান সরকারের কূটনৈতিক চাকরি ছেড়ে লন্ডনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে আন্দোলনে অংশ নেন। যুক্তরাজ্য জুড়ে স্বাধীনতার পক্ষে জনমত গঠন করেন। তখন খুব অল্প সংখ্যক কূটনীতিক পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধের পক্ষে অংশ নেন। মহিউদ্দিন আহমদের লাশ আজ তাঁর গ্রামের বাড়ি ফেনীতে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।  তাঁর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর