বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

মামুন ও সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

৩২,৬৭,৯,৬১২ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঋণের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহমিলুর রহমানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন সংস্থার উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত। এর আগে সোমবার এ মামলার অনুমোদন দেয় দুদক। এলসির বিপরীতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের একটি শাখা থেকে নেওয়া ৩২ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগে গিয়াস উদ্দিন আল মামুনের কোম্পানির ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের ছয়জন এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি তাহমিলুর রহমানসহ ১৫ জনকে আসামি করা হচ্ছে। দুদকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের মালিকরা ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে জামানত ছাড়াই ঋণপত্র স্থাপন, ঋণপত্রের শর্তাবলি প্রতিপালিত না হওয়া শর্তেও এলটিআর সৃষ্টি করে ৩২ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬১২ টাকা পরিশোধ এবং মেশিনারিজ আমদানি করে বিধি মোতাবেক ব্যাংকের টাকা পরিশোধ না করা সত্ত্বেও আমদানি ডকুমেন্টসের মাধ্যমে পোর্ট থেকে মেশিনারিজ ছাড়িয়ে নিয়ে ওই টাকা আত্মসাতের মাধ্যমে ব্যাংকের তথা সরকারের ক্ষতিসাধন করে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় ২১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় আসামিরা হলেন- মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন, ওরিয়ন মাশরুম লিমিটেডের জি আর চৌধুরী ওরফে গোলাম রব্বানী চৌধুরী, পরিচালক নাসির উদ্দিন মিয়া, এ এইচ এম জাহাঙ্গীর ওরফে আবু হাসান মোহাম্মদ জাহাঙ্গীর, রাজিব সিরাজ, সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ তাহমিলুর রহমান, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুল্লাহ, সাবেক মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, স্থানীয় কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, শিল্প ঋণ বিভাগের সাবেক উপ-মহাব্যবস্থাপক খন্দকার মোশারফ আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, সাবেক উপ-মহাব্যবস্থাপক আবু জাফর মো. সালেহ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. আলী আরশাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. আবু মুসা, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আবদুল গফুর ভূইয়া, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম এম আওলাদ হোসেন, বৈদেশিক বিনিময় বিভাগের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আবদুর রাজ্জাক, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ওয়াহিদ উদ্দিন আহম্মদ ও সাবেক সিনিয়র অফিসার (এফ এ) মো. শাহ আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর