বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মোংলা বন্দরের জন্য সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড। এর মাধ্যমে সমুদ্র ও বন্দর চ্যানেলে অবস্থানরত জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গতকাল খুলনা শিপইয়ার্ডে অত্যাধুনিক ভেসেলটির নির্মাণ কাজের উদ্বোধন (কিল লেয়িং) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। জানা যায়, নির্মিতব্য ভেসেলটির দৈর্ঘ্য ২৭.৭৫ মিটার, প্রস্থ ৬.২০ মিটার, গভীরতা ৩.৪২ মিটার, ড্রাফট ১.৮৫ মিটার। ভেসেলটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল। মোংলা বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরে অত্যাধুনিক ৭৫টি কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং উপকরণ যুক্ত হয়েছে। সক্ষমতা বৃদ্ধিতে আরও ছয়টি ভেসেল নির্মাণ করা হবে। যার মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলের নির্মাণ কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজীজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর