শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা
ট্রাফিক ব্যবস্থা সামলাতে বিসিসির সিদ্ধান্ত

বরিশাল নগরী থেকে স্থানান্তর হচ্ছে দুটি বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী বরিশাল নগরীর ট্রাফিক ব্যবস্থা সহনীয় রাখতে দুটি বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। দ্রুত সময়ের মধ্যে টার্মিনাল দুটি স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। গত সোমবার রাতে নগর কর্তৃপক্ষের এনেক্স ভবন হলরুমে মিলনায়তনে সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি। পরদিন মঙ্গলবার রাতে সুধীজন এবং সাংবাদিকদের সঙ্গে এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সিটি মেয়র বলেন, পদ্মা সেতু চালুর পর বরিশাল নগরীর ১১.২০ কিলোমিটার মহাসড়কে যানবাহনের চাপ অনেক বাড়বে। এই চাপ সামাল দিতে প্রস্তুত নয় সিটি করপোরেশন। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কেন এতদিন নগরীর অভ্যন্তরের ১১.২০ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয়নি- সেই প্রশ্ন তোলেন মেয়র। তিনি বলেন, আপাতত যানবাহনের চাপ সামাল দিতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল কাশীপুরের ট্রাক ট্রার্মিনালে স্থানান্তর করা হবে। কেন্দ্রীয় বাস টার্মিনালের জন্য নগরীর গড়িয়ারপাড়ে নির্ধারিত স্থান থাকলেও সেখানে বালু ভরাটসহ নানা উন্নয়ন কাজ করতে হবে, যা সময় সাপেক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর