শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতু নিয়ে যাত্রাপালা জননীর স্বপ্নপূরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

বাঙালির কাক্সিক্ষত স্বপ্ন পদ্মা সেতু। জাতির জীবনে এ এক বিশাল অর্জন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আগামীকাল স্বপ্নের পদ্মা সেতুর  উদ্বোধন হতে যাচ্ছে। ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও যাত্রাশিল্প মালিক সমিতি। পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে উদযাপনের লক্ষ্যে রাজধানীজুড়ে ‘জননীর স্বপ্নপূরণ’ নামে যাত্রাপালা মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে যৌথভাবে যাত্রাপালার এই দুটি সংগঠন। বিশিষ্ট যাত্রাভিনেতা মিলন কান্তি দে রচিত ও এম আলীমের নির্দেশনায় পালাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- এম আলম লাভলু, এম এ মান্নান, এম আলীম, আব্দুর রশিদ, জহির, নজরুল মাতবর, গোধূলী প্রমুখ।  দিনব্যাপী পালাটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, দুপুর ২টায় জাতীয় জাদুঘরের সামনে, বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে ও সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির সামনে পালাটি মঞ্চায়ন হবে।

একই দিনে যশোরের কয়েকটি স্থানে চ্যালেঞ্জার যাত্রা ইউনিট ও পারুল অপেরার যৌথ পরিবেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় পালাটি পরিবেশিত হবে। এছাড়াও, বরিশালের বাকেরগঞ্জে দক্ষিণ বঙ্গ নাট্যসংস্থা ও পালাটি পরিবেশন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর