শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

আইসিসিবিতে আন্তর্জাতিক মোটর শো শুরু

নিজস্ব প্রতিবেদক

সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘১৫তম ঢাকা মোটর শো’। গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইপিবি ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, এফআইইও সহসভাপতি খালিদ খান, সুজুকি মোটরবাইকস লিমিটেডের বিভাগীয় প্রধান শোয়েব আহমেদ, হুমায়ুন রাশিদ, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। সভাপতিত্ব করেন সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের মোটর ও অটোমোটিভ শিল্পের বিকাশে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেহেরুন এন ইসলাম বলেন, কভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ঢাকা মোটর শো আয়োজন করা সম্ভব হয়নি। এবার মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় আমাদের প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ বড় পরিসরে ঢাকা মোটর শো আয়োজন করেছে। ষষ্ঠ ঢাকা মোটর শোর প্লাটিনাম স্পন্সর সুজুকি। এনার্জি প্যাক চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর প্লাটিনাম স্পন্সর। নিটল মোটরস লিমিটেড চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর গোল্ড স্পন্সর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর