শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা

দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু রাইসার পাশে বসুন্ধরা গ্রুপ

বিশেষ প্রতিনিধি

দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু রাইসার পাশে বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে শিশু রিশিতা রাইসার পিতার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তাঁর সহধর্মিণী ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান -বাংলাদেশ প্রতিদিন

দুরারোগ্য রোগে আক্রান্ত সাড়ে তিন বছরের শিশু রিশিতা রাইসার চিকিৎসায় এগিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। শিশু রিশিতা রাইসা দুরারোগ্য হার্সপাঙ্গ, ক্লোন ও রেক্টাম ইনফাংশনাল ডিজিজে আক্রান্ত। শিশু রাইসার চিকিৎসায় ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতা করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় শিশু রাইসার চিকিৎসার জন্য তার পিতা সাংবাদিক রহমান মাসুদের হাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন তাঁর সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির পরিচালক সাবরিনা সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দুই সন্তান আহমেদ ওয়ালিদ সোবহান ও আরিশা আফরোজা সোবহান উপস্থিত ছিলেন। শিশু রাইসার পিতা রহমান মাসুদ বলেন, আমি এ প্রতিষ্ঠানে ১০ বছর কাজ করেছি। আমি নিজেকে বসুন্ধরা গ্রুপের একজন মনে করি। আমার সন্তানের জন্য বসুন্ধরা গ্রুপ যে সহযোগিতা করেছে এ জন্য আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। ভারতের তামিলনাড়ুর ভেলরের সিএমসি হাসপাতালে শিশু রিশিতা রাইসার চিকিৎসা চলছে।

সর্বশেষ খবর