রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে যাওয়া হলো না তাদের

করোনা পজিটিভ তিন এমপির

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের তিনজন সংসদ সদস্যই করোনা আক্রান্ত হয়েছেন। শরীরিকভাবে সুস্থ থাকলেও নমুনা পরীক্ষায় তাদের কভিড পজিটিভ এসেছে। শুক্রবার দুপুরে কভিড পজিটিভ রিপোর্ট হাতে পৌঁছায় তাদের। এ কারণে পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে যেতে পারেননি তারা। এ ছাড়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দের রিপোর্টও করোনা পজিটিভ এসেছে। তিনিও এ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন শেষে শিবচরের বাংলাবাজারে অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী, এমপি ও দলীয় নেতাসহ ৪১ জনের মঞ্চে ওঠার সিদ্ধান্ত হয়। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সদস্পাদক অনল কুমার দেসহ ৪১ জনের মঞ্চে থাকার কথা ছিল। কভিড পরীক্ষায় তাদের পজিটিভ আসায় মঞ্চে যেতে পারেননি শরীয়তপুরের এ চার নেতা। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বন্যাকবলিত মানুষের পাশে থেকে এলাকায় গিয়ে বানভাসি মানুষের খোঁজখবর নিয়েছি এতে আমি খুশি।

 কিন্তু হঠাৎ করোনা পজিটিভ হওয়ায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয় রয়েছে তাই আমরা মঞ্চে উঠিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর