রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

খুলনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় বিশ্ববিদ্যালয়ছাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী প্রমিজ নাগ (২৪) আত্মহত্যা প্ররোচনা মামলায় তার সহপাঠী তরুণী সুরাইয়া ইসলাম মি?মকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক হর?সিৎ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। জবানবন্দি গ্রহণের পর আসামিকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার নড়াইল জেলার মাসুম?দিয়া এলাকার আত্মীয়ের বা?ড়ি থেকে মিমকে গ্রেফতার করা হয়। মিম নড়াইল কা?লিপুর বাবুপুর গ্রামের আবুল কালাম আজা?দের মেয়ে। পুলিশ জানায়, বুধবার বিকালে নগরীর গোবরচাকা ভাড়া বাসা থেকে প্রমিজ নাগের লাশ উদ্ধার করা হয়। তিনি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন।

সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম মিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্পর্কে টানাপোড়েন হলে মিমি কিছুদিন আগে ক্যাম্পাসে প্রমিজ নাগকে চড় মারেন। বিষয়টি নিয়ে দুজনের পরিবারের সঙ্গে বসেছিলেন শিক্ষকরা। এদিকে আত্মহত্যার পর ওই ছাত্রের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার হয়। চিরকুটে ৩০ হাজার টাকার জন্য প্রমিজ নাগকে চাপ দেওয়ার কথা বলা হয়। যার সূত্র ধরে মিমের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়।

সর্বশেষ খবর