সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি অভিযোগের যাচাই-বাছাই শেষে কমিশনের সভায় অনুসন্ধানের এ   সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল সংস্থার উপপরিচালক   (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, উপপরিচালক নারগিস সুলতানা ও সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গাজীপুরের মেয়র পদ থেকে সাত মাস আগে বাদ পড়া জাহাঙ্গীর ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। ওই ভুয়া অ্যাকাউন্টে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা এবং উত্তোলন করে জাহাঙ্গীর আলম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে সেখানে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সর্বশেষ খবর