বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

১১০ শিক্ষার্থী ভর্তি করতে পারবে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছেন হাই কোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গতকাল বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ কে এম ফকরুল ইসলাম। সঙ্গে অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। পরে আইনজীবী ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল।

২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে চিঠি দিয়ে জানালো ৫০ জন শিক্ষার্থীর বেশি গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন মাত্র ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হয়েছিল। ২০২১ সালের ২৩ নভেম্বর আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দিলেন হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর