বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সার্চ কমিটিতে প্রস্তাবিত নামের তথ্য জানতে সুজনের রিট

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো কোন কোন ব্যক্তির নাম রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রস্তাব করেছিল, তার বিস্তারিত তথ্য জানতে চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি। রিটে তথ্য কমিশন ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়, তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হয়নি। পরে এই নাম থেকে ইসি গঠন করা হয়।

রাজনৈতিক দলগুলো কাদের নাম প্রস্তাব করেছে, তা জানতে হাই কোর্টে রিট করা হয়। এই রিট আবেদনের ওপর  শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুর আলম চৌধুরী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর