বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

সরকার বন্যার্তদের টাকা লুটপাট করছে : আমান

নিজস্ব প্রতিবেদক

সরকার বন্যার্তদের টাকা লুটপাট করছে : আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, সরকার পদ্মা সেতুর উদ্বোধনীতে কোটি কোটি টাকা খরচ ও বন্যার্তদের ত্রাণের টাকা লুটপাট করছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ বিষয়ক জরুরিসভা শেষে এই অভিযোগ করেন তিনি। আমান উল্লাহ আমান বলেন, দেশ যখন বন্যায় ভাসছে তখন ‘অনির্বাচিত সরকার’ আলোকসজ্জার নামে কোটি কোটি টাকা খরচ ও আনন্দ উল্লাস করেছে। এভাবে পদ্মা সেতু উদ্বোধনের নামে প্রায় সাড়ে ৯ কোটি টাকা খরচ করেছে। পক্ষান্তরে অতীতের মতো বিএনপি জনগণের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের পাঁয়তারা করছে।

 এজন্য জনগণ আজকে সিদ্ধান্ত নিয়েছে যে, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আগামীতে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। যার মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই জনগণের প্রতি সেই সরকারের জবাবদিহি ও দায়বদ্ধতা থাকবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর