বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ন

বন্যার্তদের সাহায্যার্থে নাট্য সংগঠন স্বপ্নদল ‘চিত্রাঙ্গদা’ নাটকের বিশেষ মঞ্চায়ন করেছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চান হয় নাটকটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নাটকটির নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন।

রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, রানা, জেবু, হ্যাপী, সামাদ, ঊষা, হাসান, আলী, বিপুল, নিসর্গ, সুমাইয়া, মাসুদ, সুকুমার, টিটু, বিমল, অনিন্দ্য প্রমুখ।

শেষ হলো জাতীয় যন্ত্রসংগীত উৎসব : যন্ত্রসংগীতের সুরে শ্রোতাদের বিমোহিত করার মধ্য দিয়ে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেষ হলো দুই দিনের জাতীয় যন্ত্রসংগীত উৎসব। সন্ধ্যায় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের সমাপনী আসরে যন্ত্রসংগীতের তাল, লয় আর ছন্দে মুগ্ধতা ছড়ান যন্ত্রশিল্পী নাসির উদ্দিন, রাহিন, সুনীল চন্দ্র দাস, মো. হাসান, এবাদুল হক সৈকত, শুক্লা হালদার, সৌমিত দেবনাথ রিক, মো. ইউসুফ খান, মর্তুজা কবির মুরাদ, শাহনাজ জামান, গাজী আবদুল হাকিম, সালেহ আহমেদ সামি, ফিরোজ খান, আলাউদ্দিন মিয়া, সত্যজিত চক্রবর্তী, মো. মানিক, রুপতনু শর্মা, মনোয়ার হোসেন, বিনোদ রায় এবং মর্তুজা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর